Integrity Score 3972
No Records Found
No Records Found
Good 👍
MP announces rs 2 crore for preserving 800 old banyan tree in Telangana : ৮০০ বছরের প্রাচীন বটবৃক্ষ (Banyan Tree)র সংরক্ষণে ২ কোটি এগিয়ে দিলেন তেলেঙ্গানার সাংসদ
নয়াদিল্লিঃ প্রকৃতিকে রক্ষা করা সর্বোত্তম কাজ বলে মনে করা হয়। তাই ৮০০ বছরের প্রাচীন বটবৃক্ষ (Banyan Tree)কে সংরক্ষণ করতে এবার এগিয়ে এলেন তেলেঙ্গানার (Telangana ) এক সাংসদ। তাঁর সাংসদ তহবিল থেকে তিনি ২ কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছেন। টিআরএসের (TRS) রাজ্যসভার MP যোগিনাপল্লি সন্তোষ কুমার এমপিল্যাড ফান্ড থেকে ২ কোটি টাকা অনুমোদন করেছেন। তেলেঙ্গানার মেহবুবনগর জেলায় রয়েছে এই প্রাচীন বটবৃক্ষটি।